40 শতাংশ কম করা হল মিনিমাম ব্যালেন্স নিয়মঃ এসবিআই

সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম অর্থের পরিমাণ প্রায় 40 শতাংশের বেশি কমিয়ে দিল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। সোমবার দিন ব্যাঙ্কের পক্ষ থেকে এই কথা জানানো হয়। সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম অর্থের নির্দিষ্ট পরিমাণ বেঁধে দিয়েছিল ব্যাঙ্ক শহর, শহরতলী এবং গ্রামের গ্রাহকদের জন্য। একেক জায়গায় একেক রকম রেট। গত এপ্রিল মাস থেকে সেভিংস অ্যাকাউন্টে এই নতুন নিয়ম ধার্য করা হয়। গত 2017-18 মরশুমে ন্যূনতম অর্থের পরিমাণ অ্যাকাউন্টে না থাকার জন্য গোটা দেশের  গ্রাহকদের থেকে প্রায় পাঁচ হাজার কোটি টাকা তুলেছে স্টেট ব্যাঙ্ক।  ব্যাঙ্কের পক্ষ থেকে আরও জানানো হয়, অন্তত চল্লিশ শতাংশ গ্রাহকই ওই ন্যূনতম অর্থ অ্যাকাউন্টে রাখতে ব্যর্থ হয়েছেন।

স্টেট ব্যাঙ্ক তার গ্রাহকদের চারটি বিভাগে ভাগ করেছিল। গ্রাম, আধা-শহর, শহর, মেট্রো। একেক স্থানের গ্রাহকদের ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে রাখার ন্যূনতম অর্থমূল্য একেক রকম। তা না রাখতে পারলে নির্দিষ্ট মূল্য জরিমানা কেটে নেওয়া হবে ব্যাঙ্কের তরফ থেকে।

এই বিষয় সম্বন্ধে সম্পূর্ণ তালিকাটি রইল নিচে: