৬ বছরের শিশুর আয় ৭৫ কোটি টাকা !


কলকাতা: কখনও ভাবতে পেরেছেন মাত্র ৬ বছরের একটি বাচ্চা কোটিতে টাকা উপার্জন করতে পারে ৷ অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি করে দেখিয়েছে ৬ বছরের এই শিশু ৷ খেলনা নিয়ে খেলার অভ্যেস থেকেই আজ কোটিপতি সে ৷ সম্প্রতি ইউটিউবে তার জনপ্রিয়তা দেখে বিশ্বের অন্যতম বড় রিটেল কম্পানি ওয়ালমার্ট তার সঙ্গে একটি ডিল সই করেছে ৷ ছ'বছরের শিশুটি অত্যন্ত জনপ্রিয় ইউটিউবে ৷ তার প্রায় ১.৫ সাবস্ক্রাইবার রয়েছে ৷

রায়ান নামে এই শিশুটি গত বছর ইউটিউবে ভিডিও আপলোড করে ১১ মিলিয়ন ডলার অথার্ৎ ৭৫ হাজার কোটি টাকা আয় করেছে ৷

ইউটিবে তার ৬টি চ্যানেল রয়েছে ৷ যাতে আপলোড করা ভিডিও প্রায় ১.৫ কোটি মানুষ দেখেছে ৷ গত বছর রায়ান অষ্টম জন যারা ইউটিউবের মাধ্যমে সবচেয়ে বেশি আয় কেছে ৷

ভিডিও চ্যানেলের নাম রায়ান টয়েজ রিভিউ। এই চ্যানেলে ১০ মিনিটের এক একটি ভিডিও আপলোড করা হয়, যে ভিডিওগুলির মুখ্য আকর্ষণ হচ্ছে খুদে রায়ান। রায়ান টয়েজ রিভিউ বর্তমানে ইউটিউবে আমেরিকার সবচেয়ে জনপ্রিয় চ্যানেল। এই চ্যানেলের বিপুল সংখ্যাক দর্শক রয়েছে ৷ এই চ্যানেলে বিজ্ঞাপন-মূল্য ১ মিলিয়ন ডলারের বেশি ৷

আপলোড করা ভিডিওতে দেখা যায়, ছোট্ট রায়ান একটা নতুন খেলনার বাক্স নিয়ে তার ভিতর থেকে নতুন খেলনা বের করছে ৷ খেলনার বিভিন্ন অংশগুলি জুড়ে খেলনাটি তৈরি করছে, এবং সেই সম্পর্কে নিজের মতামত দিচ্ছে।