দিল্লি বিমানবন্দর থেকে গ্রেফতার লস্কর জঙ্গি


নয়াদিল্লি: স্বাধীনতা দিবসের আগে জঙ্গি নাশকতার ছক বানচাল করল দিল্লি পুলিশ৷ সোমবার দিল্লি পুলিশ ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে এক লস্কর জঙ্গিকে গ্রেফতার করে৷ সৌদি আরব থেকে বিমানে দিল্লি বিমানবন্দরে নামামাত্র তাকে গ্রেফতার করে পুলিশ৷ ধৃত জঙ্গির নাম হাবিবুর রহমান ওরফে হাবিব৷

পুলিশ জানিয়েছে, হাবিব একসময় ওড়িশার কেন্দ্রপাড়ার বাসিন্দা ছিল৷ মূলত সে জঙ্গিদের সঙ্গে সংযোগস্থাপনের কাজ করে৷ লস্কর জঙ্গি শেখ আবদুল নইমের সঙ্গে সংযোগস্থাপনের কাজ করত৷ এই আবদুলকে ২০০৭ সালে গ্রেফতার করে ভারতীয় সেনা৷

সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ধরা পড়ে সে৷ পরে ২০১৪ সালের অগষ্ট মাসে মহারাষ্ট্র থেকে কলকাতা নিয়ে আসার পথে পুলিশের হেফাজত থেকে পালিয়ে যায়৷ এরপর পাকিস্তানে গিয়ে অন্য জঙ্গি সংগঠনে নাম লেখায় সে৷ জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ'র গোয়েন্দারা তাকে ২০১৭ সালে গ্রেফতার করে৷

জানা গিয়েছে, বিশেষ সূত্রে এনআইএ'র কাছে খবর আসে হাবিবুর সৌদি থেকে ভারতে আসার ছক কষছে৷ এরপর সৌদির গোয়েন্দা সংস্থার সাহায্যে আরও তথ্য পায় ভারত৷ তারপরই হাবিবুরকে দিল্লি বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়৷ এই গ্রেফতারি প্রসঙ্গে এনআইএ জানিয়েছে, নাশকতামূলক কাজের জন্য হাবিবুরকে ভারতে পাঠানো হয়েছিল৷ কোথায় কোথায় জঙ্গি হামলা করা যেতে পারে তার রেইকি করতে আসে সে৷