আলিপুরদুয়ারে ৪১ লাখ টাকার গাঁজা উদ্ধার


আলিপুরদুয়ার : আলিপুরদুয়ারে মুরগির গাড়ি থেকে উদ্ধার হল ৩১৯ কেজি গাঁজা। সেগুলি মণিপুর থেকে বিহার নিয়ে যাওয়া হচ্ছিল। গতকাল সকালে গোপনসূত্রে খবর পেয়ে নারকোটিক কন্ট্রোল বুরো এবং SSB ১৭ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা ওই গাঁজা উদ্ধার করে। পাচারে জড়িত থাকার অভিযোগে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজনের নাম নরেন দত্ত। বাড়ি গুয়াহাটির সুরজপুরে।

SSB ১৭ নম্বর ব্যাটেলিয়ান সূত্রে খবর, মণিপুরের সেনাপতি জেলা থেকে একটি মুরগির গাড়ি করে ৩১টি গাঁজার প্যাকেট বিহারের দিকে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে নারকোটিক কন্ট্রোল বুরোকে জানানো হয় এবং যৌথ অভিযান চালানো হয়। ৩১টি প্যাকেট থেকে ৩১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য প্রায় ৪১ লাখ টাকা। 
ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা ধৃতদের জেরা করে জানার চেষ্টা করা হচ্ছে।