শিক্ষক নিয়োগ: সরকারি চাকরি পেয়েও নিলেন না ২০০ জন !


একের পর এক পরীক্ষার গন্ডী পেরিয়ে চাকরি হাতে পেয়েও নিলেন না চাকরিপ্রার্থীরা


কলকাতা: রাজ্যে শিক্ষকতার চাকরি নিয়ে মাতামাতির সম্পূর্ণ বিপরীত চিত্র ধরা পড়ল একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার কাউন্সেলিংয়ে ৷ একের পর এক পরীক্ষার গন্ডী পেরিয়ে চাকরি হাতে পেয়েও নিলেন না চাকরিপ্রার্থীরা ৷ স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, পোস্টিং পছন্দ না হওয়ার অজুহাতে চাকরি নিলেন না ৩০% কর্মরত শিক্ষকরা ৷ উপরন্তু অনুপস্থিত ছিলেন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ও কাউন্সেলিংয়ে ডাক পাওয়া প্রায় ২০০ জন প্রার্থী ৷

কমিশন জানিয়েছে, উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগে কাউন্সেলিং প্রক্রিয়ার পর এই সব কারণে এখনও শূন্য প্রায় ৩৫০টি পদ ৷ এবার ফাঁকা রয়ে যাওয়া পদগুলির জন্য ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের মধ্যে থেকে কিছু প্রার্থীকে ডাকার সিদ্ধান্ত নিয়েছে কমিশন ৷ সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ফের  কাউন্সেলিংয়ের প্রক্রিয়া শুরু হবে বলে জানা গিয়েছে ৷

উচ্চপ্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক তিন স্তরেরই শিক্ষক নিয়োগের পরীক্ষা সম্পূর্ণ করার দায়িত্ব এই মুহূর্তে স্কুল সার্ভিস কমিশনের ঘাড়ে ৷ তিন স্তর মিলিয়ে শূন্যপদ প্রায় ৩২ হাজারেরও কিছু বেশি ৷ মাধ্যমিক স্তরে প্রায় ১৩ হাজার শূন্যপদের জন্য পরীক্ষায় বসেন প্রায় এক লাখ ৪৩ হাজার পরীক্ষার্থী ৷ উচ্চমাধ্যমিক স্তরে প্রায় ৫ হাজার শূন্যপদের জন্য আবেদনকারীর সংখ্যা ছিল প্রায় এক লক্ষ ২৩ হাজার ৷

বারংবার রাজ্যে বিভিন্ন স্তরে শিক্ষক নিয়োগ জড়িয়ে পড়েছে আইনি ফাঁসে ৷ বহু বাধা কাটিয়ে অবশেষে শুরু হয়েছিল একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের কাউন্সেলিং প্রক্রিয়া ৷ তার পরে কাউন্সেলিং পর্বে এমন চিত্রে অবাক সকলেই ৷