পাচারের 'স্বর্গরাজ্য' কলকাতা! উদ্ধার প্রায় ৫০০ কেজি মাদক


কলকাতায় উদ্ধার প্রায় ৫০০ কেজি মাদক। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের নার্কোটিক সেলের কাছে গোপন সোর্স মারফত খবর আসে। সেইমতো, ইডেন গার্ডেনসের দক্ষিণ দিকের মেইন গেটের সামনে ওৎ পাতেন নার্কোটিক সেলের অফিসারদের বিশেষ টিম। ছিলেন স্পেশাল টাস্ক ফোর্সের অফিসারেরাও।

সোর্সদের খবর অনুযায়ী, সকালেই একটি লরির দেখা মেলে। লরিটিকে আটকান অফিসাররা। তল্লাশিতে যা মিলল, তাতে চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়। ৪৫টি ব্লকে সাজানো প্রায় ৪৯৮ কিলোগ্রাম গাঁজা গাছের কাণ্ড।এই বিপুল পরিমাণ গাঁজার বাজারদর প্রায় ৫০ লক্ষ টাকা।

লরি থেকেই গ্রেপ্তার করা হয় তিনজন পাচারকারীকে। ধৃতরা হলেন অভয় কুমার যাদব, মহঃ নাসিম এবং মহঃ নিসার। আদালত এই তিনজনকেই ১৮ আগস্ট পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। এদেরকে জেরা করে এই চক্রের বাকিদেরও হদিশ পাওয়ার চেষ্টা চলছে। কলকাতা পুলিশের আশা তারাও ধরা পড়বে দ্রুতই।