দ্রাবিড় কলাইনারের জীবনাবসান


চেন্নাই- সত্যি হল আশঙ্কা। শেষ হল টানা ১০ দিনের লড়াই। প্রয়াত দ্রাবিড় আন্দোলনের অবিসংবাদী নেতা মুথুবেল করুণানিধি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬.১০ মিনিটে চেন্নাইয়ের কাবেরি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মুথুবেল করুণানিধির মৃত্যুতে শেষ হল দ্রাভিড় আন্দোলনের একটি অধ্যায়ের।

ইতিমধ্যে করুনানিধির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে রাষ্ট্রপতি কোবিন্দ। হাসপাতালে সরাসরি পৌঁছছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, রাজনেতার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই হাসপাতাল চত্বরে ভিড় বাড়ছে তাঁর অনুগামীদের। যদিও সন্ধ্যা থেকেই হাসপাতালে বাইরে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার মানুষ। মঙ্গলবার সন্ধ্যায় সবাইকে কাঁদিয়ে চলে গেলেন কলাইগ্নর।

দীর্ঘদিন ধরে বয়ঃজনিত রোগে ভুগছিলেন করুণানিধি। গত ২৮ জুলাই থেকে হাসপাতালে ভর্তি ছিলেন করুণানিধি।