নিষেধাজ্ঞা উপেক্ষা করে সমুদ্রস্নান, দিঘায় তলিয়ে গেলেন যুবক


কাঁথি: মুষলধারায় নয়, ঝিরঝির করে বৃষ্টি চলছে দিনভর। ভরা জোয়ারে সময়ে স্নান করতে নেমে দিঘার সমুদ্রে তলিয়ে গেলেন এক যুবক। মঙ্গলবার সকালে জগন্নাথ ঘাট থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করলেন নুলিয়ারা। বর্ষায় দিঘায় সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি করেছ স্থানীয় প্রশাসন। কিন্তু, সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে ওই যুবক স্নান করতে নেমেছিলেন বলে অভিযোগ।

বছর পঁচিশের ওই যুবকের নাম অনিরুদ্ধ সাঁতরা। বাড়ি পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের হাঁসচড়া গ্রামে। শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালতে ওড়িশায় চন্দনেশ্বরে গিয়েছিলেন পরিবারের সদস্যরা। ফেরার পথে দিঘার এক রাত কাটানোর পরিকল্পনা ছিল। সোমবার সকালে সপরিবারে দিঘার একটি বেসরকারি হোটেলে ওঠেন অনিরুদ্ধ। দুপুরে সকলে মিলে স্নান করতে নেমেছিলেন নিউ দিঘার জগন্নাথ ঘাটে। সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টিতে তখন উত্তাল সমুদ্র। প্রত্যক্ষদর্শীদের দাবি, অনিরুদ্ধ ও তাঁর পরিবারের সদস্যদের সমুদ্রে নামতে বারণ করেছিলেন। কিন্তু, বারণ শোনেননি তাঁরা। প্রবল ঢেউয়ে চোখের নিমেষে তলিয়ে যান বছর পঁচিশের ওই যুবক। তল্লাশি চালিয়েও তাঁর সন্ধান পাননি নুলিয়ারা। দুর্ঘটনা খবর পৌঁছয় দিঘা থানায়। তদন্তে নামে পুলিশ। শেষপর্যন্ত, মঙ্গলবার দুপুরে দিঘার সমুদ্র থেকে অনিরুদ্ধ সাঁতরার দেহ উদ্ধার করলেন নুলিয়ারা।  পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু জানিয়েছেন, লাগাতার মাইকিং করে পর্যটকদের সমুদ্রে নামতে বারণ করা হচ্ছে। নিষেধাজ্ঞা না মানায় কয়েকজন গ্রেপ্তার করেছে পুলিশ। কীভাবে ওই যুবক সমুদ্রে নামলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

Highlights
নিউ দিঘায় জগন্নাথ ঘাটে স্নান করতে নেমেছিলেন ওই যুবক।
বিশাল ঢেউয়ে গভীর সমুদ্রে তলিয়ে যান তিনি।
মঙ্গলবার ওই যুবকের মৃতদেহ উদ্ধার করেন নুলিয়ারা।