বিষাক্ত জেলি ফিশের আতঙ্কে থরহরি কম্প মুম্বই, জুহুতে আক্রান্ত ১৫০ জন


বিষাক্ত জেলি ফিশের আতঙ্কে থরহরি কম্প দেশের বাণিজ্য নগরী মুম্বই। সৈকতে জেলি ফিশের হুলের খোঁচায় ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন ১৫০ জন মুম্বইবাসী। এর জেরে সমুদ্র সৈকতের ধারে কাছে কমেছে ভিড়। জনপ্রিয় মেরিন ড্রাইভে বাদামওয়ালারা মাছি তাড়াচ্ছেন। আতঙ্কে কেউই সৈকতের দিকে আসছেন না। গত দু'দিনে সৈকত জুড়ে বিষাক্ত জলজ প্রাণীটির দাপট বেড়েছে। মুহুর্মুহু আক্রান্তের সংখ্যা বাড়ায় প্রাতঃভ্রমণকারীরাও সৈকতের রাস্তা এড়িয়ে চলছেন। এক কথায় আরব সাগরের ঢেউয়ের শোভা দেখতে দেখতে সময় কাটানো আপাতত স্থগিত।

জানা গিয়েছে, বর্ষার মাঝামাঝি সময় প্রতিবছরই বাণিজ্য নগরীর সমুদ্র সৈকতে বিষাক্ত জেলি ফিশের দেখা মেলে। প্রতিবছরই অনেকে আক্রান্ত হন। তবে এবার সেই সংখ্যাটা বেশ বেশি। সবে দু'দিন হল জেলি ফিশে ছেয়েছে মুম্বইয়ের সৈকত। তারমধ্যে শুধু জুহুর সৈকতেই ১৫০ জন আক্রান্ত হয়েছেন। হুলের খোঁচায় চুলকানি শুরু হয়েছে। প্রথমে পায়েই হুল ফোটাচ্ছে জেলি ফিশ। প্রায় সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট ক্ষতস্থানে চুলকানি শুরু হচ্ছে। কিছু সময় পর শুরু হচ্ছে যন্ত্রণা। তারপর যত সময় গড়াচ্ছে ততই পাল্লা দিয়ে বাড়ছে যন্ত্রণা। সৈকত জুড়ে নীলরঙা জেলি ফিশ একেবারে থিকথিক করছে। স্থানীয় ব্যবসায়ীরা তাই সৈকতে আসতে নিষেধ করছেন। জুহুতে আক্রান্তের সংখ্যা প্রকাশ্যে এসেছে। তবে খোঁজ নিয়ে দেখলে তা আরও বাড়বে। জেলি ফিশ কাউকে আক্রমণ করলে দোকানিরাই সাহায্যের জন্য এগিয়ে আসছেন। ক্ষতস্থানে পাতিলেবুর টুকরো ঘষে সাময়িক স্বস্তি মিলছে। তবে কিছুক্ষণ পরেই ফিরে আসছে চুলকানি ও যন্ত্রণা। স্বাভাবিকভাবেই সৈকত জুড়ে আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে। ভুল করেও কেউ এপথে আসছেন না। দোকানিরাও নিষেধ করছেন। এককথায় ঝিরিঝিরি বৃষ্টিতে মোহময়ী সৈকত নির্বান্ধব হয়েই দিন কাটাচ্ছে।