ড্রোন হামলা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রেসিডেন্ট


কারাকাস: অল্পের জন্য প্রাণে বাঁচলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো৷ রাজধানী কারকাসে টেলিভিশনে তাঁর বক্তব্যের লাইভ সম্প্রচারণের সময় হঠাৎই ড্রোন হামলা হয়৷ বিবিসি জানিয়েছে, অক্ষত আছেন মাদুরো৷

মাদুরো মন্ত্রিসভার যোগাযোগ মন্ত্রী জর্জ রডরিগুজ জানান, প্রেসিডেন্টের উপর ইচ্ছাকৃতভাবে এই হামলা করা হয়েছে৷ তাঁর জীবনসংশয় হতে পারত৷ ড্রোন হামলায় সাত সেনা আহত হয়েছে৷
 
জানা গিয়েছে, এদিন একটি সেনার অনুষ্ঠানে বাইরে ভাষণ দিচ্ছিলেন মাদুরো৷ সেই সময় তাঁর চোখ আকাশের দিকে চলে যায়৷ হঠাৎই খেয়াল করেন, দ্রুত গতিতে কিছু একটা ছুটে আসছে৷ এরপরই ড্রোন হামলাটি হয়৷ বন্ধ হয়ে যায় প্রেসিডেন্টের ভাষণ৷ কারা হামলা চালিয়েছে তা স্পষ্ট নয়৷