বিপুল অঙ্কে নির্বাচকদের বেতন বাড়াল বিসিসিআই


মুম্বই: এক দশক আগে নির্বাচকদের পেশাদারিত্বের হয়ে সওয়াল করে ভারতীয় ক্রিকেটমহলের বিরাগভাজন হয়েছিলেন দিলীপ বেঙ্গসরকার৷ বছর দশক পরে জাতীয় নির্বাচকদের বার্ষিক বেতন কোটি টাকা ছুঁয়ে ফেলল৷

২০০৭ সালে নির্বাচকদের পারশ্রমিকের দাবি জানিয়েছিলেন বেঙ্গসরকার৷ ততদিন নির্বাচকের ভূমিকা ছিল সাম্মানিক৷ পরে পেশাদারিত্ব আমদানি করতে গিয়ে নির্বাচক কমিটিকে পূর্ণসময়ের বেতনভূক পদে পরিণত করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড৷

দশক ঘুরতে না ঘুরতে সেই নির্বাচকরা কোটি টাকার কাছে বেতন পেতে চলেছেন৷ নির্বাচক প্রধানের পারিশ্রমিক ছুঁয়ে ফেলল আট অঙ্ক৷

এতদিন জাতীয় নির্বাচকদের বার্ষিক পারিশ্রমিক ছিল ৬০ লক্ষ টাকা৷ নির্বাচক কমিটির চেয়ারম্যান পেতেন বছরে ৮০ লক্ষ টাকা৷ সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের প্রধান বিনোদ রাইয়ের সম্মতিক্রমে সিনিয়র নির্বাচকদের বেতন একলাফে পঞ্চাশ শতাংশ বেড়ে গেল৷ অর্থাৎ ৩০ লক্ষ টাকা বেড়ে জাতীয় নির্বাচকদের বর্তমান পারিশ্রমিক দাঁড়াল বছরে ৯০ লক্ষ টাকা৷

নির্বাচক প্রধানের বেতন সেদিক থেকে বেড়েছে অনেক কম৷ ২৫ শতাংশ, অর্থাৎ ২০ লক্ষ টাকা বর্ধিত হয়ে চেয়ারম্যানের পারিশ্রমিক দাঁড়িয়েছে এক কোটি৷

পাল্লা দিয়ে বেড়েছে জুনিয়র নির্বাচক ও মহিলা নির্বাচকদের পারিশ্রমিকও৷ জুনিয়র দলের নির্বাচকরা এবার থেকে বছরে ৬০ লক্ষ টাকা করে বেতন পাবেন৷ কমিটির চেয়ারম্যান পাবেন ৬৫ লক্ষ টাকা৷ মহিলা ক্রিটেক দলের নির্বাচকরা পাবেন ২৫ লক্ষ টাকা করে৷ চেয়ারম্যানের হাতে উঠবে বছরে ৩০ লক্ষ টাকা৷

ক'দিন আগেই বিসিসিআই আম্পায়ার, ম্যাচ রেফারি, কিউরেটর, স্কোরার ও ভিডিও অ্যানালিস্টদের বেতনও বৃদ্ধি করেছে৷