তোলার টাকা না দেওয়ায় মৎস্যজীবীদের নৌকা ছিনতাই


মালদহ: এবার তোলার টাকা না দেওয়ায় ব্যাপক মারধর করে মৎস্যজীবীদের ছয়টি নৌকা ছিনতাই করে নিয়ে পালালো তোলাবাজের দল৷ দাবি ছিল মাছ তুলতে যাওয়ার সময় প্রণামী দিয়ে যেতে হবে৷ আর তা না মানাতেই এই কাণ্ড ঘটে৷ ঘটনাটি ঘটেছে মালদহ জেলার মানিকচক এলাকায়৷

স্থানীয় সূত্রে খবর, বর্ষার মরসুম হচ্ছে মৎস্যজীবীদের মাছ তোলার আদর্শ সময়৷ আর এই সুযোগকেই হাতিয়ার করে নিল একদল তোলাবাজ৷ মৎস্যজীবীদের কাছে তাদের দাবি ছিল, প্রতিবার মাছ তুলতে গেলে দিতে হবে প্রণামী৷ নদী-ঘাটগুলিতে এমনই ফরমান জারি করা হয়েছে তোলাবাজদের পক্ষ থেকে। সরকারি কোনও ফরমান নয়। অভিযোগ, এই ফরমান জারি করেছে এলাকার এক মাফিয়া মহম্মদ সৈফুদ্দিন ও তার দলবল।

অন্যদিকে, এই দাবি না মানায় হাতেনাতে মৎস্যজীবীদের শিক্ষা দিল ওই তোলাবাজের দল৷ মৎস্যজীবীদের ছয়টি নৌকা নিয়ে পালিয়ে যায় তারা৷ এতে রীতিমতো সমস্যার মধ্যে পড়েছেন তাঁরা৷ শুধু তাই নয়, পাশাপাশি যাবতীয় মাছ ওই মৎস্যজীবীরা তুলে এনেছিল সেগুলিও ছিনতাই করে নেওয়া হয়েছে বলে অভিযোগ৷

প্রশাসনে অভিযোগ জানিয়েও ফল না মেলায় জেলার মৎস্যজীবীরা রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই পরিস্থিতিতে বর্তমানে মালদহ জেলার গঙ্গা, ফুলহার সহ বিভিন্ন নদীগুলিতে মৎস্যজীবীরা মাছ তুলতে যাচ্ছে না। তাদের দাবি, সমস্যা না মেটা পর্যন্ত তাঁরা মাছ তুলতে যাবেন না৷ অন্যদিকে, এই নিয়ে অভিযুক্ত মহম্মদ সৈফুদ্দিনের কোনও প্রকার প্রতিক্রিয়া পাওয়া যায়নি।