ছাত্রীরা ক্লাসরুমে ইউনিফর্ম পরার সময় উঁকি শিক্ষকের, বেধড়ক পেটালেন অভিভাবকরা


উত্তরপ্রদেশের হাথরসে সরকারি একটি স্কুলে ক্লাসরুমের ভিতরে নতুন ইউনিফর্ম পরে দেখছিল ছাত্রীরা। সেই দৃশ্য জানলা দিয়ে উঁকি মেরে দেখছিলেন স্কুলের এক শিক্ষক। হাতেনাতে ধরা পড়ে যাওয়ায় তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা দায়ের করা হয়েছে স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধেও। 

প্রাথমিক শিক্ষা আধিকারিকের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষক ওমেন্দ্র সিং ও প্রধান শিক্ষক যশবীর সিং চৌহানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হাসায়ান পুলিশ স্টেশনের হাউস অফিসার অবদেশ কুমার জানিয়েছেন, 'মঙ্গলবার হাসায়ান এলাকার একটি গ্রামে ঘটনাটি ঘটেছে। স্কুলের ক্লাস সিক্স থেকে এইটের ছাত্রীরা স্কুল থেকে দেওয়া নতুন ইউনিফর্ম ট্রাই করছিল। তখনই এই ঘটনা ঘটে।'

অভিযোগ, প্রথমে জানলা দিয়ে উঁকি মেরে দেখছিলেন ওই শিক্ষক। পরে তিনি আচমকাই ওই ক্লাসরুমেও ঢুকে পড়েন। সন্তানদের থেকে এই ঘটনা শুনে স্কুলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে চটি-জুতো দিয়ে মারধর করেন ক্ষিপ্ত অভিভাবকরা। সেই দৃশ্যের একটি ভিডিয়োও বুধবার অনলাইনে আপলোড করা হয়েছে। এই ভিডিয়ো ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ঘটনার তদন্তের নির্দেশ দেন প্রাথমিক শিক্ষা আধিকারিক। তদন্তে দেখা যায়, অভিযুক্ত শিক্ষক সেদিন ক্লাসরুমে ঢুকে পড়ার পাশাপাশি কয়েকজন ছাত্রীর গায়ে হাতও দেন।