আল্পসে জোড়া বিমান দুর্ঘটনা, মৃত ২৩ যাত্রী

জোড়া বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন ২৩ জন যাত্রী। আল্পস পর্বতের দুর্গম এলাকায় ১৭জন যাত্রী বোঝাই জেইউ-৫২ বিমান ভেঙে পড়ে। ২ জন পাইলট সহ ১৭ জন যাত্রী মারাই গিয়েছে বলে ধারণা। এ বিষয়ে স্থানীয় এয়ারলাইন জেইউ-এয়ারের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। 

শুধু ওয়েবসাইটে বলা হয়েছে, অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো হচ্ছে, এদিন আমাদের জেইউ-৫২ বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। পুলিশ টুইট করে জানিয়েছে, পর্বতের দুর্গম জঙ্গলের মধ্যে দুর্ঘটনাটি ঘটায়, উদ্ধারকাজে দেরি হচ্ছে। তবে এরইমধ্যে ৫টি হেলিকপ্টার উদ্ধারকাজের জন্য ঘটনাস্থলে রওনা দিয়ে দিয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রাউবুয়েনদিন ক্যান্টনের পিজ সেগনাস মাউন্টেনের পশ্চিম দিকে প্লেনটি ভেঙে পড়ে। সমুদ্রতল থেকে ২,৪৫০ মিটার উঁচুতে দুর্ঘটনাটি ঘটেছে। 

অন্যদিকে, শনিবার, আল্পসে ছোট্ট প্লেন দুর্ঘটনায় একই পরিবারের ৪জন মারা গিয়েছে।