১৫ কোটির ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ, অভিজাত আবাসনে হানা CBI-র


কলকাতা : ফের শহরে ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ। স্টেট ব‍্যাঙ্ক অফ ইন্ডিয়ার দায়ের করা FIR-র ভিত্তিতে সাতসকালে শহরের একটি অভিজাত আবাসনে হানা দিল CBI। SBI-র অভিযোগ, এক দম্পতি ১৫ কোটি টাকা ঋণ নিয়ে প্রতারণা করেছে তাদের। তাঁরা পোশাক তৈরি সংস্থার মালিক।

আজ সকাল ৭টা নাগাদ CBI-র দিল্লি ও কলকাতার আধিকারিকদের একটি দল প্রিন্স আনোয়ার শাহ রোডের মার্লিন নামে একটি আবাসনে হানা দেয়। ওই আবাসনেই থাকেন HAP গারমেন্টস এবং KP গারমেন্টসের কর্ণধার হীরেন পাঞ্চাল এবং তাঁর স্ত্রী অঞ্জু পাঞ্চাল। CBI সূত্রে খবর, ৩০ জুলাই স্টেট ব‍্যাঙ্কের সমৃদ্ধি ভবন ব্রাঞ্চের জেনেরাল ম‍্যানেজার চন্দ্রেশ জুলকা এই দম্পতির নামে CGO কমপ্লেক্সে CBI-র দপ্তরে FIR দায়ের করেন। অভিযোগে তিনি জানান, জাল কাগজপত্র জমা দিয়ে ১৫ কোটি টাকা ঋণ নেয় ওই দম্পতি। তারপর সেই ঋণ শোধ করেনি।

অভিযোগ পাওয়ার পর আজ মার্লিন কমপ্লেক্সের ৬বি নম্বর ফ্ল‍্যাটে তল্লাশি চালায় CBI-র দল। সূত্রের খবর, তল্লাশিতে বেশকিছু গুরুত্বপূর্ণ নথি ইতিমধ‍্যেই হাতে এসেছে তদন্তকারীদের।