খাস কলকাতায় কল সেন্টার খুলে রমরমিয়ে চলছিল মাদক কারবার

কলকাতা:  কলকাতায় অভিনব কায়দায় মাদক পাচার। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর জালে ৩। প্রিন্স আনোয়ার শাহ রোডের কাছে কারবার।কল সেন্টার খুলে মাদক কারবার।ইন্টারনেট ফার্মেসির মাধ্যমে মাদক পাচার।আমেরিকা-সহ নানা দেশে মাদক পাচার।ক্যুরিয়রের মাধ্যমে মাদক পাচারের অভিযোগ।কল সেন্টারটি সিল করা হয়েছে।

এর আগে মুর্শিদাবাদের নওদায় চিনা মাদক কারবারিদের ডেরায় অভিযান চালায় সিআইডি । নামেই চারকোল তৈরির কারখানা। নওদার মধুপুরে পাঁচিল দিয়ে ঘেরা জমি। গেটের বাইরে লেখা বিচারক। তা দেখেই কেউ আর ভিতরে ঢোকার সাহস পেত না। ভিতরে ঝাঁ-চকচকে ঘর। তিনটি ঘরের দুপাশে দুটো রান্নাঘর। মুর্শিদাবাদের এই প্রত্যন্ত অঞ্চলেও তিন ঘরেই এসি ও এক্সজস্ট বসানো। কোনও জানলা নেই। অর্থাৎ ঘরে কী হচ্ছে, তা বাইরে থেকে ধরা পড়ার কোনও সম্ভাবনাই নেই। এই ঘরেই বেশ কিছুদিন ধরে থাকছিল চিনা মাদক কারবারিরা।