নমাজের জন্য মসজিদ অত্যাবশ্যক নয়, রায় সর্বোচ্চ আদালতের

নমাজ নিয়ে ১৯৯৪ সালের রায়কে বৃহত্তর বেঞ্চে পাঠানোর আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। জানিয়ে দিল, নমাজ পড়ার জন্য মসজিদ অত্যাবশ্যক নয়। যে কোনও জায়গাতেই নমাজ পাঠ করা যেতে পারে। অর্থাৎ ২৪ বছর আগের রায়কেই বহাল রাখল শীর্ষ আদালত। এই রায়ের প্রভাব মূল অযোধ্যা মামলায় পড়বে না বলেও জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের বেঞ্চ।

এ দিন রায়ে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, ভারতের সংস্কৃতি মহান। দেশে সব ধর্মই সমান। কোনও ধর্মকেই আলাদা গুরুত্ব দেওয়া যায় না। প্রতিটি ধর্মেই উপাসনাস্থল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সরকারি কাজে যদি কোনও উপাসনাস্থলের জমি অধিগ্রহণ করতে হয়, তা কখনও বাধা হতে পারে না।

১৯৯৪ সালের রায়েও এ কথা বলা হয়েছিল। সেই সময় পাঁচ বিচারপতির বেঞ্চ যে রায় দিয়েছিল, তাকে চ্যালেঞ্জ করে বৃহত্তর বেঞ্চে পাঠনোর আর্জি জানিয়েছিল  মুসলিমদের কয়েকটি সংগঠন। কিন্তু বৃহস্পতিবারের রায়ে সেই আর্জি খারিজ করে শীর্ষ আদালত জানিয়েছে, রায় পুনর্বিবেচনার জন্য বৃহত্তর বেঞ্চে পাঠালে অযোধ্যার মূল মামলার শুনানি ও রায়দান আরও পিছিয়ে যেতে পারে। ওই মামলার শুনানি শুরু হচ্ছে আগামী ২৯ অক্টোবর থেকে।