শহরে ইন্টারনেট মাদক পাচার চক্রের হদিশ


কলকাতা: মাদক পাচারের এক অভিনব চক্রের হদিশ মিলল৷ হদিশ পেল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো৷ কলকাতার গরফা থানা এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ৷

এনসিবির সূত্রে জানা গিয়েছে, এরা ইন্টারনেট ফার্মেসি চক্রের সঙ্গে জড়িত ছিল৷ মাদক পাচারের এটা একটা অভিনব চক্র৷ ফলে ধৃতদের কাছ থেকে পাওয়া তথ্যতে কার্যত হতবাক তদন্তকারীরা৷

তদন্তকারীদের সূত্র থেকে জানা গিয়েছে, এই চক্রটি মূলত কল সেন্টার, ক্যুরিয়র ও অ্যাপের মাধ্যমে চালানো হত৷ এভাবেই যোগাযোগ করা হত বিদেশি গ্রাহকদের কাছে৷ এর পর নিষিদ্ধ ওষুধ অনলাইনে বিক্রি করা হত তাদের কাছে৷ তার পর তা ক্যুরিয়র মারফত পৌঁছে দেওয়া হত গ্রাহকের কাছে৷

তদন্তকারীদের অনুমান, যে ক্যুরিয়র সংস্থার মাধ্যমে ওষুধ পাঠানো হত, তাদেরও কয়েকজন এই পাচার চক্রে জড়িত৷ ওই কর্মীদের চিহ্নিত করার কাজ চলছে বলে জানা গিয়েছে এনসিবির সূত্রে৷

পাশাপাশি ধৃত তিনজনকে জেরা করে এই পাচারচক্র সম্বন্ধে আরও তথ্য পেতে চাইছে পুলিশ ও এনসিবি৷ কারণ, তাদের ধারণা এই চক্রের পিছনে আরও বড় কোনও মাথা রয়েছে৷

এর আগে মাদক পাচারের বহু ঘটনা সামনে এসেছে৷ বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মাদক পাচার চক্রে জড়িত সন্দেহে অনেককে গ্রেফতার করা হয়েছে৷ কিন্তু সেই চক্রগুলির কাজ করার ধরন সম্পূর্ণ অন্যরকম ছিল বলে গোয়েন্দাদের মত৷

এভাবে ইন্টারনেটকে হাতিয়ার করে এই কাজ একেবারে অভিনব৷ সেই কারণেই এই চক্রে আরও বড় কোনও মাথা রয়েছে তদন্তকারীদের ধারণা৷