রহস্যজনক! ৩ দিন ধরে নিখোঁজ HDFC ব্যাঙ্কের ভাইস-প্রেসিডেন্ট, রক্তমাখা গাড়ি উদ্ধার


মুম্বই: রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন HDFC ব্যাঙ্কের ভাইস-প্রেসিডেন্ট সিদ্ধার্থ সংভি ৷ মুম্বইয়ের কামলা মিলসের নিজের অফিস থেকে তিনি নিখোঁজ হয়ে যান গত ৫ সেপ্টেম্বর ৷ তারপর থেকে তাঁর আর কোনও খোঁজ পাওয়া যায়নি ৷ সন্দেহ আরও জোরদার করে শনিবার খোঁজ মেলে তাঁর গাড়িটির ৷ মুম্বইয়ের কোপার খইরানে এলাকায় গাড়িটি পড়েছিল ৷ পুলিশ গিয়ে দেখতে পায় রক্তের দাগ রয়েছে সেই গাড়িটিতে ৷

বুধবার সন্ধে সাড়ে ৭টা নাগাদ কমলা মিলসের অফিস থেকে বেরিয়ে যান ৩৯ বছরের সিদ্ধার্থ ৷ তারপর থেকেই আর কোনও খোঁজ পাওয়া যায়নি তাঁর ৷ সেদিন রাত পর্যন্ত সিংঘি ঘরে না ফেরায় এনএম জোশী মার্গ থানায় নিখোঁজ ডায়রি করা হয় পরিবারের তরফে ৷ তবে তদন্ত শুরু হলেও খোঁজ পাওয়া যায়নি সিদ্ধার্থের ৷ মধ্য মুম্বইয়ের অতিরিক্ত পুলিশ সুপার রবীন্দ্র শিসভে পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ''সংঘির খোঁজ চলছে ৷ তাঁর গাড়িটির খোঁজ পাওয়া গিয়েছে ৷ তবে এই নিখোঁজ হয়ে যাওয়ার কারণ এখনও বোঝা যাচ্ছে না ৷ গাড়িতে রক্তের দাগ পাওয়া গিয়েছে ৷ পুলিশ সূত্র খোঁজার চেষ্টা চালাচ্ছে ৷
HDFC-র তরফে জানানো হয়েছে, তদন্তে পুলিশকে সমস্ত রকম সাহায্য করা হবে ৷ সিংঘির পরিবারের পাশে রয়েছে সংস্থা ৷