মোদীর মুকুটে নতুন পালক! দেশের আধুনিকতম যোগাযোগ উপগ্রহ মহাকাশে


দেশের সবথেকে আধুনিকতম যোগাযোগ উপগ্রহের সফল উৎক্ষেপণ করা হল ফ্রেঞ্চ গিয়ানা থেকে। এরিয়ান 5 VA-246 রকেটের সাহায্য উপগ্রহটিকে মহাকাশে পাঠানো হয়। কৌরু উৎক্ষেপণ কেন্দ্র থেকে গভীর রাত ২.০৭-এ ভারতের জিস্যাট-১১-কে মহাকাশে পাঠানো হয়। সঙ্গে ছিল দক্ষিণ কোরিয়ার জিও কম্পস্যাট-টুএ উপগ্রহও।

উৎক্ষেপণের প্রায় ৩০ মিনিট পরে এরিয়ান ফাইভ থেকে জিস্যাট-১১ বিচ্ছিন্ন হয়ে যায়। মহাকাশের কক্ষপথে স্থাপিত হয় সেটি।

৫৮৫৪ কেজির উপগ্রহটি ভারতের মূল ভূখণ্ড এবং দ্বীপগুলির তথ্য দেবে ৩২ টি ইউজার বিমের সাহায্যে। এই যোগাযোগ উপগ্রহ কেইউ ব্যান্ডকে শক্তিশালী করবে।

জিস্যাট-১১ দেশে ব্রডব্যান্ড যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করবে। বিশেষ করে গ্রামীণ এলাকায়। যেখানে গ্রাম পঞ্চায়েতগুলিতে যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ।

ডিজিট্যাল ভারত প্রকল্পের অধীনে ভারত নেট প্রোজেক্ট হাতে নেওয়া হয়েছে। যা এই জিস্যাট-১১ সাহায্য করবে। বুধবারের সাফল্য ইসরোর পুরো টিমকে উৎসাহিত করবে। এমনটাই জানিয়েছেন ইসরোর প্রধান কে শিভন।