‌বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সে বিস্ফোরণ, মৃত্যু গবেষকের


বেঙ্গালুরু ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের গবেষণাগারে বিস্ফোরণের বলি হলেন এক গবেষক। বুধবার দুপুর দুটো নাগাদ দুর্ঘটনাটি ঘটে। সম্ভবত ইনস্টিটিউটের অরোস্পেস গবেষণাগারে হাইড্রোজেন সিলিন্ডার ফেটেই বিস্ফোরণটি হয়। এতটাই তীব্র ছিল সেই বিস্ফোরণ, যে চার গবেষক ২০ ফুট দূরে ছিটকে পড়েছিলেন। মনোজ কুমার(‌৩২)‌ নামে এক গবেষক ঘটনাস্থলেই মারা যান। বাকি তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অতুল্য উদয় কুমার, নরেশকুমার এবং কার্তিক শিনয়ের চিকিৎসা চলছে আইসিইউতে।

প্রয়োজনে অস্ত্রোপচারও করা হতে পারে তাঁদের। এসিপি নিরঞ্জন রাজ উরস জানিয়েছেন, প্রাথমিক তদন্তে সিলিন্ডার বিস্ফোরণ বলে মনে হলেও বিশদে জানতে ঘটনাস্থল পরিদর্শন করবে ফরেন্সিক দল।

মৃত গবেষক এবং আহত তিন গবেষক সুপার ওয়েব টেকনোলজি প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। সংস্থাটি পরিচালনার দায়িত্বে রয়েছেন আইআইএসসির ডিরেক্টর অধ্যাপক কেপিজে রেড্ডি এবং অধ্যাপক জি জগদীশ। দুই অধ্যাপকই অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে যুক্ত। ক্ষতিগ্রস্ত গবেষকরা শকওয়েভ নিয়ে গবেষণা করছিলেন।