VVIP Chopper scam: ভারতে আনা হল মিশেলকে


প্রতীক্ষার অবসান। অগাস্টা ওয়েস্টল্যান্ড চপার কেলেঙ্কারিতে অভিযুক্ত ক্রিশ্চিয়ান মিশেলকে অবশেষে হাতে পেল ভারত। মঙ্গলবার রাতেই তাঁকে নিয়ে দিল্লিতে পৌঁছেছে সিবিআই-এর বিশেষ দল। এ দিন রাতে তাঁকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সদর দফতরে রাখা হবে। বুধবার মিশেলকে পাটিয়ালা হাউস কোর্টে তোলা হতে পারে বলে সূত্রের খবর। 

গত নভেম্বর মাসে ভারতে প্রত্যাবর্তনের আদেশের বিরুদ্ধে মিশেলের আবেদন খারিজ করে দেয় দুবাইয়ের আদালত। এর পরেই তাঁকে ভারতের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়।

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী-সহ ভিভিআইপিদের ব্যবহারের জন্য চপার কিনতে অগাস্টা ওয়েস্টল্যান্ড সংস্থার সঙ্গে ৩,৬০০ কোটি টাকা মূল্যের চুক্তিতে আবদ্ধ হয় মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন পূর্বতন কেন্দ্রীয় সরকার। অভিযোগ, লেনদেনে তিন মধ্যস্থতাকারীর মধ্যে অন্যতম ছিলেন ক্রিশ্চিয়ান মিশেল।

২০১৬ সালের জুন মাসে মিশেলের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। অভিযোগ, চপার চুক্তির জেরে তিনি অগাস্টা ওয়েস্টল্যান্ড সংস্থার থেকে তিন লক্ষ ইউরো পেয়েছিলেন।