বিহারে ট্রেন ডাকাতি, লুট ৩০ লাখ টাকার জিনিস


দিল্লি থেকে ভাগলপুরগামী এক্সপ্রেস ট্রেনে হানা দিল ৩০ জনেরও বেশি সশস্ত্র ডাকাত। ঘটনাটি গতরাতের। ডাকাতরা গয়না, ডজনখানেক মোবাইল ও নগদ টাকাসহ প্রায় ৩০ লাখের জিনিস লুট করে। প্রতিরোধ করতে এলে ছজনের বেশি যাত্রীকে ছুরি মেরে আহতও করে। দু'জনকে গুলিও মারে তারা। লুট হওয়া কামরাগুলির যাত্রীরা জামালপুর, মুঙ্গের, সুলতানগঞ্জ ও ভাগলপুরের বাসিন্দা বলে জানা গেছে। এই ঘটনা পর জামালপুর স্টেশনে রেল পুলিশের কাছে FIR করেছেন যাত্রীরা।

ডাকাতির সময়ে ট্রেনটির S-8 এবং S-10 কামরায় ছিলেন আয়ুশ, মহম্মদ আবদুল ও সুভাষ চৌরসিয়া। তাঁদের কাছ থেকে জানা গেছে, ট্রেন তিন ঘণ্টা লেট চলছিল। রাত ৯টা ১১ মিনিটে কিউল থেকে ছেড়ে ধনোরি পৌঁছানোর পর আট থেকে দশজন অস্ত্রশস্ত্র নিয়ে ট্রেনে ওঠে।

আর রাত সাড়ে নটা নাগাদ ডাকাতি শুরু করে। প্রায় আড়াই ঘণ্টা স্লিপার থেকে AC বাগিতে লুটপাট চালায় তারা। কিন্তু দেখা মেলেনি রেল পুলিশ বা জেলা পুলিশের। জানা যায় পুলিশের কাছে মাওবাদী হামলার খবর থাকায় তাঁরা বিশেষ বাহিনীর অপেক্ষা করছিল। ১০টা ৩৮ মিনিটে জামালপুর থেকে GRP ও রেল পুলিশ রওনা দেয়। আর প্রায় ১০টা ৫৪ মিনিট নাগাদ ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ।