কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসরের বয়স বাড়াল রাজ্য


রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসর গ্রহণের বয়সসীমা বাড়ল। ৬২ বছর থেকে বাড়িয়ে অবসর গ্রহণের বয়স ৬৫ করল রাজ্য প্রশাসন।

শুক্রবার রাজ্য সরকারের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে কর্মরত স্থায়ী শিক্ষক, অধ্যক্ষ, গ্রন্থাগারিক এবং স্নাতক শ্রেণির গবেষণাগারেরর নির্দেশকদের অবসর গ্রহণের বয়সসীমা ৬৫ বছর পর্যন্ত নির্ধারিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিশদে জানানো হয়েছে যে, পশ্চিমবঙ্গ কর্মসংস্থান আইনের (প্রথম অধ্যায়) ৭৫ নম্বর ধারা এবং ১৯৭১ সালের পশ্চিমবঙ্গ কর্মসংস্থান (মৃত্যু তথা অবসরগ্রহণ বাবদ প্রাপ্ত সুবিধা) আইনে উল্লিখিত শর্তাবলী বলবৎ রেখেই রাজ্য সরকারের অনুদানপুষ্ট সমস্ত কলেজ, শিক্ষক প্রশিক্ষণ কলেজ, শরীরচর্চা প্রশিক্ষণ কলেজ, কলকাতার আর্ট অ্যান্ড ক্র্যাফ্ট কলেজ এবং সরকারি ডিগ্রি স্তরের ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে স্থায়ী পদে কর্মরত সমস্ত শিক্ষক এবং সমপদে কর্মরত কর্মীদের অবসর গ্রহণের বয়সসীমা ৬২ বছর থেকে বাড়িয়ে ৬৫ বছর পর্যন্ত করা হল।

রাজ্যপালের তরফে জানানো হয়েছে, অবসর গ্রহণের বয়সসীমায় বৃদ্ধি ঘটলেও স্থায়ীপদে থাকা সমস্ত শিক্ষক-শিক্ষিকা এবং সমপদে কর্মরতদের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ কর্মসংস্থান আইনের অন্তর্গত সব শর্তাবলী, নির্দেশ ও চাকরি সংক্রান্ত সমস্ত বিজ্ঞপ্তি আগের মতোই বহাল থাকছে। কর্মরত অবস্থায় মৃত্যু হলে অথবা চাকরির মেয়াদ ফুরনোর আগে অবসরগ্রহণ করলে যে সমস্ত সুবিধা পাওয়া যায়, তার সবই আগের মতোই পাবেন শিক্ষকরা।

এই নির্দেশ কার্যকর করার জন্য পশ্চিমবঙ্গ কর্মসংস্থান আইনের প্রথম অধ্যায়ে প্রয়োজনীয় পরিবর্তন করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।