পলাশি হবে পর্যটন কেন্দ্র, নবদ্বীপ ও মায়াপুর হেরিটেজ সিটি: মমতা


হবিবপুর: নদিয়া জেলার পলাশিতে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। তেমনি নবদ্বীপ ও মায়াপুরকে নিয়ে হেরিটেজ সিটি গড়ে তোলা হবে। এই দুুটি ক্ষেত্রেই কাজ কতদূর বা জমি নিয়ে কোনও সমস্যা আছে কিনা মুখ্যমন্ত্রী জানতে চান জেলাশাসক সুমিত গুপ্তর কাছে। জেলাশাসক জমির কোনও সমস্যা নেই জানিয়ে দেন। এর পর মুখ্যমন্ত্রী নির্দেশ দেন যত তাড়াতাড়ি সম্ভব এই দুিট কাজ যাতে শেষ করতে হবে। পলাশির যুদ্ধকে স্মরণ করে পলাশিতে এই পর্যটন কেন্দ্র গড়ে তোলা হচ্ছে যেমন, গৌরাঙ্গ মহাপ্রভুর জায়গা নবদ্বীপ মায়াপুরে প্রচুর ভক্তের সমাগম হয় প্রতিদিন। রাজ্যের বাইর থেকেও প্রচুর মানুষ আসেন। তাই এই জায়গাকে হেরিটেজ সিটি গড়ে তোলার কাজ যত দ্রুত শুরু করা যায় তারও নির্দেশ দেন জেলা প্রশাসনকে। পাশাপাশি জেলার খেজুর গুড়ের বিশেষ নাম রয়েছে। সেই গুড়কে প্যাকেজিং করে বাইরে বিক্রি করার ব্যবস্থা করা যায় কিনা, প্রশাসনকে সে কথাও ভেবে দেখতে বলেছেন। জেলার সমস্ত উন্নয়নের কাজ যাতে সঠিক ভাবে হয় এবং সেইসব কাজে সব স্তরের নেতা–কর্মী, এমনকি জেলা পরিষদের নির্বাচিত সদ্যস্যরা যুক্ত হতে পারেন, সেইজন্য এই জেলার কতজন জেলা পরিষদে তৃণমূল জিতেছে, তা জানতে চান। তঁাকে জানানো হয়, মোট ৪৭ জনের মধ্যে ৪৫ জন তৃণমূল থেকে জিতেছেন। মুখ্যমন্ত্রী ৪৫ জনকে তঁার এলাকার কাজে যুক্ত হতে বলেন। যে দু'‌টি জায়গায় তৃণমূলের নেই, সেই জায়গায় বিধায়কদের উন্নয়নের কাজে যুক্ত হতে বলেন। তিনি আরও বলেন, আমাদের রাজ্য ডিমের চাহিদা প্রচুর। সেক্ষেত্রে পোল্ট্রি করে মুরগি পালন করলে ডিমের চাহিদা মিটবে এবং স্বনির্ভরও হওয়া যাবে। এ ক্ষেত্রে সরকার ভাল আর্থিক সাহায্যও করবে।