সুপ্রিম কোর্টের নির্দেশ! 'বিপাকে' মোদীর রাজ্য সরকার


সুপ্রিম কোর্টের নির্দেশে বিপাকে গুজরাত সরকার । রাজ্যে ২০০২ থেকে ২০০৭-এর মধ্যে হওয়া এনকাউন্টার নিয়ে বিচারপতি এইচএস বেদি কমিটির রিপোর্ট শেয়ার করতে নির্দেশ দিয়েছে।

সাংবাদিক বিজি ভার্গিস এবং গীতিকার জাভেদ আখতার ২০০৭ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর সময়ে ২২ টি ভুয়ো এনকাউন্টার নিয়ে তথ্য দেওয়ার জন্য আবেদন দাখিল করেছিলেন।

এরপরেই সর্বোচ্চ আদালত ২০১২-র ২ মার্চ বেদি কমিটি গঠন করে দেয় ২০০২ থেকে ২০০৭-এর মধ্যে হওয়া এনকাউন্টারগুলির তদন্ত করার জন্য।

আগের শুনানিতে রঞ্জন গগৈ-এর নেতৃত্বাধীন বেঞ্চ ( বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন বিচারপতি এসকে কাউল এবং বিচারপতি কেএম জোসেফ বিচারপতি বেদিকে প্রশ্ন করেন, ফাইনাল রিপোর্ট জমা দেওয়ার আগে তিনি কমিটির বাকি সদস্যদের সঙ্গে কথা বলেছিলেন কিনা।

সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী,আদালত বিচারপতি বেদিকে অনুরোধ করেছিল, নিজের মত জানানোর জন্য।