ফের কিষান লংমার্চ ২০ ফেব্রুয়ারি


মুম্বই: ফের নাসিক থেকে মুম্বই লংমার্চ-এ হাঁটতে চলেছে সিপিএমের কৃষক সভা। এই কিষান লংমার্চ শুরু হবে আগামী ২০ ফেব্রুয়ারি৷ কিষান সভার সর্ব ভারতীয় সভাপতি তথা লংমার্চের নেতা অশোক ধাওয়ালে জানিয়েছেন, গত বছরের লংমার্চের একাধিক দাবি পূরণ না হওয়ায় এবারে ফের লংমার্চের করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তা শুরুর আগে মহারাষ্ট্র সরকার বাম কৃষক নেতাদের গ্রেফতার করা শুরু করেছে বলে তাঁর অভিযোগ৷

ধাওয়ালের আশা, পুলিশ যতই গ্রেফতারি করুক না কেন গত লংমার্চের থেকেও এবারে বেশি মানুষ মিছিলে হাঁটবেন। এদিকে এই লংমার্চের বর্ষপূর্তির পাশাপাশি মহারাষ্ট্রের নাসিক অঞ্চলের একটি লোকসভা আসনে এনসিপি ও কংগ্রেসের সমর্থন নিয়ে সিপিএম ভোটে লড়বে।দ্বিতীয় লংমার্চের নেপথ্যে কাজ চলছে সেই নির্বাচনী লড়াইয়ের প্রস্তুতি।

প্রসঙ্গত গত বছর কৃষকদের এই লঙ মার্চ ক্ষয়িষ্ণু সিপিএম পার্টিকে অক্সিজেন জুগিয়েছিল৷ গত বছর কয়েকদিন ধরে হেঁটে আসা এই লঙ মার্চে কৃষকদের শৃঙ্খলা এবং আচরণ মুগ্ধ করেছিল সাধারণ মানুষদের৷ বিশেষত মুম্বই শহরের যান চলাচল তথা সাধারণ নাগরিক এবং পরীক্ষার্থীদের যাতে কোনও রকম অসুবিধা না হয় তার জন্য লঙ মার্চের সময়ের পরিবর্তন করেছিলেন তাঁরা৷ তাঁদের এমন আচরণ দেখে অনেক সাধারণ মানুষ সহাভূতিশীল হয়ে খাবার, জল, ওষুধ ইত্যাদি নিয়ে কৃষকদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন ৷