পাকিস্তানে সেনা কনভয়ে আত্মঘাতী জঙ্গি হামলা, মৃত ৯, জখম ১১


৩ দিন আগেই ঘটে গিয়েছে পুলওয়ামা জঙ্গি হামলা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার আত্মঘাতী জঙ্গি হামলার ঘটনা ঘটল পাকিস্তানে। সেখানে বালুচিস্তানে সেনা কনভয়ে রবিবার সন্ধ্যায় আত্মঘাতী জঙ্গি বিস্ফোরণ ঘটায়। এতে ৯ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন অন্তত ১১ জন।

দ্য বালুচিস্তান পোস্ট-ের দাবি, বালোচ আজোই সাংগার বা বিআরএএস এই আত্মঘাতী জঙ্গি হামলার দায় স্বীকার করেছে। জানা গিয়েছে, বালুচিস্তানের চিন-পাকিস্তান ইকোনমিক করিডর বা সিপিইসি- রুটের টারবাট ও পাঞ্জগুর-এর মধ্যে এই জঙ্গি হামলা হয়। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমন-এর পাকিস্তানে পা রাখার ১ ঘণ্টা আগে এই বিস্ফোরণ হয়। 

বালোচ রাজি আজোই সাংগার বা বিআরএএস হল বালুচিস্তানের তিনটি সংগঠনের একটি জঙ্গি ফোরাম। যার পোশাকি নাম বালুচ প্রো-ফ্রিডম অর্গানাইজেশন। এই ফোরামের মধ্যে রয়েছে, বালুচ লিবারেশন আর্মি, বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট এবং বালুচ রিপাবলিকান গার্ড