জঙ্গিহানার প্রতিবাদে দেশজুড়ে ব্যবসা বন্ধের ডাক


নয়াদিল্লি: সোমবার দেশজুড়ে ব্যবসা বন্ধের ডাক দিয়েছে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স৷ পুলওয়ামায় জঙ্গি হানায় নিহত সেনাদের পরিবারের প্রতি সহমর্মিতা দেখাতে এই বনধের ডাক দেওয়া হয়েছে৷

গত বৃহস্পতিবার কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিহানায় অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে৷ তারই প্রেক্ষিতে এই বনধ৷এই বনধের ফলে বাজারগুলি বন্ধ রাখা হবে৷ এদিন দিল্লিতে পাইকারি এবং খুচরো বাজার বন্ধ থাকবে৷ পাশাপাশি মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ রাজস্থান, তামিলনাড়ু, পাঞ্জাব হরিয়ানা জম্মু ও কাশ্মীরে এই বনধ পালন করা হবে৷

এই ব্যবসায়িক সংগঠনের সম্পাদক প্রবীন খান্ডেলওয়াল সংবাদ সংস্থাকে জানিয়েছেন, এদিন ব্যবসায়ীরা অনশনেও বসছে এবং শোক মিছিলও বের করবে বিভিন্ন রাজ্যে৷ তিনি আরও জানান, তাদের পক্ষ থেকে নিহত সেনার পরিবারকে আর্থিক সাহায্যেরও ব্যবস্থা করা হচ্ছে৷

পাকিস্তানকে চিন সমর্থম করার চিনা পণ্য বয়কটের জন্য দেশজুড়ে প্রচার শুরু করা হচ্ছে বলে এই ব্যবসায়ী সংগঠনটি জানিয়েছে৷