লোকসভায় মোদী হাওয়া কি তুফানে পরিণত হবে! কোন ইঙ্গিত এবিপি সমীক্ষায়-এনডিএ জোটের অবস্থা


আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া থেকে এক পা দূরে থামবে বলে মনে করছে এবিপি-সি ভোটার সমীক্ষা। ৫৪৩টি আসনের মধ্যে বিজেপি ২৬৪টি আসন পেতে পারে বলে সমীক্ষায় উঠে এসেছে। এছাড়া কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ পেতে পারে ১৪১টি আসন। বাকী দলগুলি মিলে জিততে পারে ১৩৮টি আসন।


এনডিএ জোটের অবস্থা
ফলে দেখা যাচ্ছে ২৭২টি আসনের ম্যাজিক ফিগার থেকে এনডিএ জোট ৮টি আসন কম পাবে। এই আসনগুলি কীভাবে মেক আপ দেয় এনডিএ জোট সেটাই এখন দেখার বিষয়।
   

কার কত ভোট শেয়ার
ভোট শেয়ারের দিক থেকে দেখলে দেখা যাবে এনডিএ ৪১ শতাংশ ভোট পেতে পারে। ইউপিএ ৩১ শতাংশ ভোট শেয়ার পেতে পারে। বাকী ২৮ শতাংশ ভোট অন্যান্য দলগুলি একত্রে পেতে পারে।


বুয়া-ভাতিজা জোট
উত্তরপ্রদেশে কিন্তু বড় ধাক্কা খেতে পারে বিজেপি। ৮০টি আসনের মধ্যে আগের বার ৭১টি আসন পেয়েছিল। সবমিলিয়ে এনডিএ উত্তরপ্রদেশে পেয়েছিল ৭৩টি আসন। তবে এবার বুয়া ভাতিজা ম্যাজিকে বিজেপি আসন অর্ধেকের বেশি কমতে চলেছে। বিজেপি ২৯টি আসন পেতে চলেছে বলে সমীক্ষা বলছে। অন্যদিকে এসপি-বিএসপি জোট ৪৭টি আসন পাবে বলে মনে করা হচ্ছে।