সেনা-জঙ্গি সংঘর্ষ! ত্রালে মৃত্যু পুলওয়ামা হত্যার মূল ষড়যন্ত্রী মুদাসরের


১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার মূল ষড়যন্ত্রীর মৃত্যু হয়েছে এনকাউন্টারে। ১৪ ফেব্রুয়ারি ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ৪০ সিআরপিএফ  জওয়ানের। নিরাপত্তা বাহিনীর দাবি, দক্ষিণ কাশ্মীরের ত্রালে সংঘর্ষের মৃত্যু হয়েছে, মূল ষড়যন্ত্রী মুদাসর আহমেদ খানের।

মধ্যরাতে জইশ-ই মহম্মদ জঙ্গি মুদাসর আহমেদ খান ওরফে মদ ভাই-সহ তিন জঙ্গির মৃত্যু হয়েছে। দক্ষিণ কাশ্মীরের ত্রালের পিনলিশে এই সংঘর্ষ হয় বলে জানা গিয়েছে। তিনটি দেহই শনাক্ত করণের জন্য চেষ্টা চালানো হচ্ছে। খুব কম পরিচিত জইশ জঙ্গি মুদাসর আহমেদ খান, পুলওয়ামা হামলায় মূল অভিযুক্ত।

বিশ্বস্ত সূত্রে খবর পাওয়ার পর পিংলিশে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। এলাকা ঘিরে শুরু হয় তল্লাশি। জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর ওপর গুলি  চালাতে শুরু করলে জবাব দেয় নিরাপত্তা বাহিনী।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুদাসর আহমেদ খান স্নাতক এবং ইকেট্রিশিয়ান। সে পুলওয়ামারই বাসিন্দা। আত্মঘাতী হামলার জন্য সেই গাড়ির ব্যবস্থা করেছিল।