প্রধানমন্ত্রী পদে মোদী এখনও জনপ্রিয়! নিউজ নেশনের সমীক্ষা


প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদী এখনও জনপ্রিয়তম। তবে সেই তুলনায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের জনপ্রিয়তা কমেছে। নিউজ নেশনের ওপিনিয়ন পোলে এমনটাই ইঙ্গিত পাওয়া গিয়েছে। সমীক্ষায় ৪৭ শতাংশ মানুষ মনে করছেন মোদীই প্রধানমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাবেন। অন্যদিকে ৩০ শতাংশের পছন্দের তালিকায় রয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

৫৫ শতাংশ বলছেন, প্রধানমন্ত্রী মোদীর মোদীর সঙ্গে অন্য কারও তুলনা হয় না। আর ৩২ শতাংশ এই মতের বিরোধিতা করেছেন।

মুদ্রস্ফীতি নিয়ন্ত্রণে সরকার কাজ করেছে কিনা এই প্রশ্নের উত্তরে ৪৬ শতাংশ হ্যাঁ বলেছেন। আর ৪৪ শতাংশ না বলেছেন।

চাকরির সুযোগ তৈরিতে সরকারের চেষ্টা সম্পর্কে ৪৫ শতাংশ পক্ষে ভোট দিয়েছেন। আর ৪৬ শতাংশ বিরোধিতা করেছেন।
৬০ শতাংশ মানুষ সরকারের স্বচ্ছভারত অভিযান প্রকল্পের প্রশংসা করেছেন আর ৩০ শতাংশ মানুষ এর বিরুদ্ধে ভোট দিয়েছেন।

পাকিস্তানে সঙ্গে সম্পর্কে টানাপোড়েনে সরকারের অবস্থান সম্পর্কে ৫৮ শতাংশ মানুষ সরকারের অবস্থানকে সমর্থন করেছেন। অন্যদিকে বিরুদ্ধে ভোট দিয়েছেন ৩১ শতাংশ মানুষ।

৫১ শতাংশ মানুষ মনে করেন দুর্নীতির বিরুদ্ধে সরকার কাজ করেছে। অন্যদিকে ৪০ শতাংশ মানুষ এর বিরুদ্ধে ভোট দিয়েছেন।