ভোটের জন্য পিছোচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল


কলকাতা: গত বছরের তুলনায় আগেই শুরু হয়েছে পরীক্ষা৷ তাই ফলাফল প্রকাশের কথাও ছিল আগে৷ কিন্তু লোকসভা ভোটের মুখে বদলে গেল সিদ্ধান্ত৷ ভোটের কারণে পিছিয়ে যাবে রাজ্যের মাধ্যমিক পরীক্ষার ফলাফল৷

উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও তাই। পিছিয়ে যাবে পরীক্ষা। জানা গেছে মধ্য শিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে। সম্ভবত জুন মাসের আগে ফলাফল প্রকাশের সম্ভবনা নেই৷ শুধুমাত্র এই দুই গুরুত্বপূর্ণ পরীক্ষার ক্ষেত্রে নয় পরীক্ষা পিছোচ্ছে বিভিন্ন স্কুলেও। এপ্রিলে যে সমস্ত পরীক্ষা হবার কথা ছি্ল তা পিছিয়ে হয়ে যাচ্ছে ভোটের পর৷

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গুলিতেও পরীক্ষাও পিছোচ্ছে। কলকাতা বিশ্ববিদ্যালয়, বারাসাত বিশ্ববিদ্যালয়, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মত বিদ্যালয় গুলিতে পিছিয়ে যাচ্ছে পরীক্ষা৷ সব মিলিয়ে ভোটের প্রভাব রাজ্যের সার্বিক শিক্ষা মহলে।