পঞ্জাব সীমান্ত পেরিয়ে ঢোকার চেষ্টা! ড্রোন গুলি করে নামাল বিএসএফ


ফের পাকিস্তানি ড্রোনের সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা। সতর্ক ছিল বিএসএফও। এদিন তারা পঞ্জাবের ফাজিলকা সেক্টরে পাকিস্তানি ড্রোন গুলি করে নামায়। শনিবার রাজস্থানে শ্রীগঙ্গানগর সেক্টরে  পাকিস্তানের ড্রোন গুলি করে নামিয়েছিল ভারতীয় সেনা। এটা নিয়ে চতুর্থ পাকিস্তানি ড্রোন, যা ভারতের নিরাপত্তা বাহিনী গুলি করে নামাল।

সূত্রের মাধ্যমে প্রাপ্ত খবর অনুযায়ী, গোয়েন্দা নজরদারির জন্য পাকিস্তান নেসকম বার্ক ইউক্যাভ ড্রোন ব্যবহার করে আসছে। এই সব ড্রোনে মোশন সেনসরও রয়েছে। যেগুলি লেসার গাইডেড বলে জানা গিয়েছে।

সিও(সিটি) ইসমাইল খান জানিয়েছেন, ফাজিলকায় একটি বাড়ির ওপর কিছু জিনিস পড়ার খবর তারা পেয়েছেন। তবে এই ঘটনায় কোনও হতাহত হয়নি।

পাকিস্তানের প্রথম ড্রোনটিকে গুলি করে নামানো হয়েছিল ২৬ ফেব্রুয়ারি গুজরাতের কচ্ছতে। দ্বিতীয় ড্রোনটি নামানো হয় ৪ মার্চ রাজস্থানের বিকানেরে। এরপর গত শনিবার শ্রীগঙ্গানগর সেক্টরে।