Posts

ইনিই দেশের ধনীতম সাংসদ, সম্পত্তির পরিমাণ ৬২০ কোটি

Image
গাল্লা জয়দেবকে চেনেন! আমারা রাজা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জয়দেব। তবে এই মুহূর্তে তাঁর সবচেয়ে বড় পরিচয় তিনি দেশের ধনীতম সাংসদ। ৬২০ কোটি টাকার মালিক। ব্যবসায়ী থেকে রাজনীতিবিদ হওয়া জয়দেব ২০১৪ সালে প্রথমবার লোকসভার লড়াইয়ে নেমেছিলেন। তাঁর আসন ছিল অন্ধ্রপ্রদেশের গুন্টুর। চন্দ্রবাবু নায়ডুর তেলগু দেশম পার্টির হয়ে জিতে তিনি প্রথমবার লোকসভায় যান। টিডিপি-র তরফে লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় এবারও নাম রয়েছে গাল্লা জয়দেবের। তিনি এবারও লড়াই করবেন গুন্টুর থেকে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কাজ করে ফেরা ওই ব্যবসায়ী গতবার লোকসভা নির্বাচনের সময়ই কংগ্রেসের বিরুদ্ধে চড়া ভাষায় আক্রমণ শানাতেন। পরে লোকসভাতেও সাংসদ হিসেবে অন্ধ্রপ্রদেশের বিশেষ মর্যাদার দাবিতে সরব হয়েছেন বারবার। টিডিপির তরফে গাল্লা জয়দেব ছাড়াও আরও ২৪ জনের নাম ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় চন্দ্রবাবু নায়ডুর দলের একাধিক হেভিওয়েট নেতার নাম রয়েছে। প্রসঙ্গত, এবার অন্ধ্রপ্রদেশে ভোটের সমীকরণ একেবারে বদলে গিয়েছে। এবারই প্রথম এনডিএ-র বাইরে থেকে লোকসভা নির্বাচনের লড়াইয়ে নামছে তেলগু দেশম পার্টি। এবার তাদের লড়াই বিজেপি

অস্ট্রেলিয়ার সেই ‘এগ বয়’-এর জন্য ২৮ লক্ষ দান নেটিজেনদের

Image
ধর্ম বিদ্বেষী মন্তব্যের প্রতিবাদে সেনেটরের মাথায় ডিম ফাটিয়েছিল। তার জেরে রাতারাতি তারকা অস্ট্রেলিয়ার সেই কিশোর। সোশ্যাল মিডিয়ায় তার পাশে দাঁড়িয়েছেন হাজার হাজার মানুষ। মুক্তহস্তে তার জন্য দান করেছেন নেটিজেনরা। যাতে একদিনেই ২৮ লক্ষ টাকা উঠে এসেছে বলে অস্ট্রেলীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে। চলতি সপ্তাহের ঘটনা। নিউজিল্যান্ডের চার্চগেটে দু'টি মসজিদে হামলা চালায় এক শ্বেতাঙ্গ সন্ত্রাসী। তাতে প্রাণ হারান ৫০ জন নিরীহ মানুষ। কিন্তু হামলাকারীর সমালোচনার বদলে, গোটা ঘটনার জন্য মুসলিম অভিবাসী ও শরণার্থীদেরই দায়ী করেন অষ্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের সেনেটর ফ্রেজার অ্যানিং। তাঁর মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হয়।  তার মধ্যেই শুক্রবার মেলবোর্নে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন ফ্রেজার অ্যানিং। সেই সময় পিছন থেকে তাঁর মাথায় কাঁচা ডিম মারে উইল কনোলি নামের ওই কিশোর। মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই ভিডিয়ো। তাতে উইলকে দু'ঘা বসিয়ে দিতেও দেখা যায় ফ্রেজার অ্যানিংকে। গোটা ঘটনায় উইল কনোলির পাশেই দাঁড়ান নেটিজেনরা। সমালোচনা করেন ফ্রেজার অ্যানিংয়ের। এমনকি সেনেটর পদ থেকে তাঁর অপসারণ চেয়ে ইতিমধ্যে পিট

মায়া-অখিলেশদের ছাড়, উত্তরপ্রদেশে সাতটি আসনে প্রার্থী দেবে না কংগ্রেস

Image
বেসরকারি বিমানে 'জরুরি দরজা'র পাশের আসনে বসে সাধারণের মতোই লখনউ গেলেন প্রিয়ঙ্কা গাঁধী বঢরা। বেসরকারি বিমানে 'জরুরি দরজা'র পাশের আসনে বসে সাধারণের মতোই লখনউ গেলেন প্রিয়ঙ্কা গাঁধী বঢরা। কথা বললেন অন্য সহযাত্রীদের সঙ্গে। নিজস্বীর আবদারও পূরণ করলেন অনেকের। আর লখনউয়ে পা রেখেই দলকে ঘোষণা করতে বললেন, মায়াবতী-অখিলেশদের ছাড় দিতে সাতটি আসনে প্রার্থী দেবে না কংগ্রেস। আগামী কাল থেকেই প্রয়াগরাজ থেকে নরেন্দ্র মোদীর বারাণসী পর্যন্ত গঙ্গাবক্ষে প্রচার শুরুর কথা প্রিয়ঙ্কার। তার আগে আজ লখনউয়ে নেমেই রাজ্য কংগ্রেস সভাপতি রাজ বব্বরকে দিয়ে প্রিয়ঙ্কা ঘোষণা করালেন, মায়াবতী, মুলায়ম সিংহ যাদব, অখিলেশ যাদব, তাঁর স্ত্রী ডিম্পল, অজিত সিংহ ও জয়ন্ত চৌধরী যে যে আসনে প্রার্থী হবেন, সেখানে প্রার্থী দেবে না কংগ্রেস। মুলায়ম মইনপুরী, তাঁর ভাইপো অক্ষয় যাদব ফিরোজাবাদ থেকে লড়বেন। আজমগড় বা অন্য আসন থেকে যদি অখিলেশ লড়েন, সে ক্ষেত্রে সেখানেও প্রার্থী দেবে না কংগ্রেস।  একই সঙ্গে রাজ বব্বরের ঘোষণা, জন অধিকার পার্টির সঙ্গেও সাতটি আসনে জোট হচ্ছে কংগ্রেসের। তার মধ্যে পাঁচটিতে লড়বে ওই দল, আর দু'টিতে কংগ্রেস। ম